তিতুমীর কলেজে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৭
তিতুমীর কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- তিতুমীর ছাত্রলীগের সহ-সভাপতি সোহাগ (২৮), আবু বকর (২২), আব্দুল আজিজ (২০), মাইন উদ্দিন (২০), বিল্লাল হোসেন (২১), জয় (২০) ও আবু বকর (২১)।
আব্দুল আজিজ জানান, তিতুমীর কলেজের আখি হলের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালমান মিত্রর সঙ্গে কিছু ছাত্রের সিনিয়র জুনিয়র বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর সালমান মিত্র গ্রুপের ছাত্ররা তাদের উপর হামলা চালায়।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) ওহিদুজ্জামান জানান, কোনো একটি বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে ছাত্ররা মূলত ব্রাহ্মণবাড়িয়া গ্রুপ ও গোপালগঞ্জ গ্রুপে বিভক্ত হয়ে যায়। এতে সাতজন আহত হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মিরাজুল ইসলাম ডলার বলেন, ‘রাজনৈতিক কোনো কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটেনি।’