চট্টগ্রামে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ, আটক শতাধিক
বিজয় দিবসের অনুষ্ঠান পালনকে কেন্দ্র করে বুধবার দুপুরে চট্টগ্রাম সরকারি কলেজে (চট্টগ্রাম কলেজে) ছাত্রলীগ ও শিবিরের সংর্ঘষ হয়েছে।
সংঘর্ষের পর অভিযান চালিয়ে শতাধিক শিবিরকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শিবিরকর্মীরা কলেজের ভেতরে অবস্থান নিয়ে বাইরে ইট-পাটকেল নিক্ষেপ করছে। র্যাব-পুলিশ কলেজের ভেতর যৌথ অভিযান পরিচালনা করছে।
এদিকে ছাত্রলীগের কর্মীরা কলেজের বাইরের রাস্তায় অবস্থান নিয়েছে।
সিএমপি’র চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওমি) আব্দুল আজিজ এ সব তথ্য নিশ্চিত করেন।
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে শিবির নিয়ন্ত্রিত কলেজ ক্যাম্পাসে বিজয় র্যালিকে কেন্দ্র করে দুটি ছাত্র সংগঠন সংর্ঘষে জড়িয়ে পড়ে। এর পর পরই র্যাব ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর বিশাল বহর চট্টগ্রাম কলেজ ঘেরাও করে ক্যাম্পাসে অভিযানের প্রস্তুতি নেয়।
ছাত্রলীগের পক্ষ অভিযোগ করা হয়, কলেজের শহীদ মিনারে বিজয় দিবস উপলক্ষে ফুল দিতে যাওয়ার সময় র্যালিতে গুলি চালায় শিবিরের সদস্যরা। এতে তাদের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।