কাপাসিয়ায় আগুনে পুড়ল ৩০ দোকান

Gazipur_2জেলারকাপাসিয়া উপজেলার টোক নয়ন বাজারে আগুনে পুড়ল ছোট বড় ৩০ দোকান।

বুধবার বেলা ১২টার দিকে বাজারের একটি লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে অন্যান্য দোকানে তা ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মী এবং বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানউল্লাহ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, টোক নয়ন বাজারের আব্দুল কাদিরের লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুন মুহূর্তের মধ্যে আশপাশের টিনের দোকানসহ বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।

জয়দেবপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন ইনচার্জ আক্তারুজ্জামান লিটন দ্য রিপোর্টকে জানান, জেলার দু’টি, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দু’টি ও নরসিংদী জেলার মনোহরদীর একটিসহ ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিটের কর্মীরা এসে আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করেন। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com