উজিরপুরে সহপাঠীকে ধর্ষণের দায়ে গ্রেফতার ২

Barisalবরিশালের উজিরপুরে সহপাঠীকে ধর্ষণের মামলায় দুই এসএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলো- রাব্বি সরদার ও মোহাম্মদ উল্লাহ। বুধবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।

উজিরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম জানান, সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ওই ছাত্রী মঙ্গলবার বিকেলে প্রাইভেট পড়তে যায়। এ সময় তার চার সহপাঠী তাকে ধর্ষণ করে। এরা হলেন—একই ইউনিয়নের পাটিবাড়ী গ্রামের সাজাহান মোল্লার ছেলে রাজিব মোল্লা, চাঁন মিয়া সরদারের ছেলে রাব্বি সরদার, রহমান সরদারের ছেলে মোহাম্মদ উল্লাহ এবং সাতলা গ্রামের কবির হাওলাদারের ছেলে নাহিদ হাওলাদার। ধর্ষিতা ছাত্রীর দিনমজুর বাবা মঙ্গলবার রাতে চারজনকে অভিযুক্ত করে মামলা করেন। পুলিশ বুধবার সকালে অভিযান চালিয়ে রাব্বি ও মোহাম্মদ উল্লাহকে গ্রেফতার করেছে। ধর্ষণের শিকার ছাত্রীকে উদ্ধার করে শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com