গাজীপুরে তোপধ্বনিকালে পটকা বিস্ফোরণে চারজন আহত
গাজীপুরের কাপাসিয়া ও কালিগঞ্জ থানায় বিজয় দিবসের তোপধ্বনির সময় পটকা বিস্ফোরণে কমপক্ষে চারজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে কাপাসিয়ায় দু’জন এবং কালিগঞ্জে বিশেষ আনসারসহ দু’জন রয়েছেন।
আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজয় দিবসের প্রথম প্রহরে কালিগঞ্জ পাইলট হাইস্কুল মাঠে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে পটকা ফাটিয়ে তোপধ্বনি করার সময় পটকা বিস্ফোরিত হয়ে দু’জন দ্বগ্ধ হয়।
দগ্ধরা হলেন- বিশেষ আনসার মুক্তার হোসেন ওরফে মুক্তি এবং ইলেক্ট্রিশিয়ান কামাল।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কয়েকজন সামান্য আহত হয়েছেন, তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কম্যুনিটি মেডিকেল অফিসার মোতালেব হোসেন জানান, রাত ১টার দিকে আহত অবস্থায় মুক্তার হোসেন ও কামাল হোসেনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, কাপাসিয়া থানায় রাত ১২টার পর তোপধ্বনি করার সময় পটকা বিস্ফোরিত হয়ে দু’ব্যক্তির চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে।
কাপাসিয়া কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা: মৌসুমি দাস জানান, রাতে থানা থেকে ফোন পেয়ে হাসাপাতালের এ্যাম্বুলেন্সে করে দু’জন আহতকে ঢাকায় পাঠানো হয়েছে।
অবশ্য কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানউল্লাহ সংবাদটি এড়িয়ে যান।