‘সত্যি, রিয়াদের নেতৃত্ব দেখে মুগ্ধ হয়েছি’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের শিরোপা হেরেছে বরিশাল বুলস, জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে, জয়-পরাজয়ের উর্ধ্বে বাংলাদেশ ক্রিকেটের প্রাপ্তির খাতায় যুক্ত হয়েছে অনেক কিছু – কিছু নতুন ক্রিকেটার, কিছু পুরানোদের ফর্মে ফেরা আর মাশরাফি বিন মুর্তজার একজন যোগ্য উত্তরসূরি।
মাহমুদউল্লাহ রিয়াদ যে ক্রিকেট মাঠে অসম্ভব মেধাবী এক নেতা, সেটা এবারের বিপিএলে তার নেতৃত্ব দেখলেই বোঝা যায়। প্রথমদিকে বরিশাল বুলসকে খুব একটা হিসেবের খাতায় রাখা হয়নি। কিন্তু মাহমুদউল্লাহর অসাধারণ নেতৃত্ব বরিশালকে তুলে এনেছেন ফাইনাল পর্যন্ত। দারুণ একটি দল হিসেবে পারফর্ম করেছে বরিশাল। ব্যাটে-বলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ।
ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মর্তুজার কণ্ঠে শোনা গেলো মাহমুদউল্লাহর অসাধারণ নেতৃত্বেও প্রশংসা। মাশরাফি বলেন, ‘সত্যি, তার নেতৃত্ব দেখে মুগ্ধ হয়েছি। দলকে অনুপ্রানিত করার অসাধারণ ক্ষমতা রাখে। আজ ফাইনালেও যেমন দেখেছি, তার ফিল্ডিং সাজানো, বোলিং পরিবর্তন, এমনকি হঠাৎ হঠাৎ ফিল্ডিংয়ের আমুল রদবদল করে আমাদের বিপদে ফেলে দিয়েছিল সে। এর আগে তো জাতীয় লিগ কিংবা প্রিমিয়ার লিগে দেখেছি তাকে নেতৃত্ব দিতে। তবে, এবার বিপিএলে মনে হলো রিয়াদ খুব ভালো একজন অধিনায়ক।’
তবে কিছুটা হতাস মাহমুদউল্লাহ রিয়াদ নিজের অধিনায়কত্ব নিয়ে খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ করলেন না। বললেন, ‘দলটা ভালো ছিল। সবাই পারফরম করেছে। এমন একটি দলকে নেতৃত্ব দেয়া ভাগ্যের ব্যাপার। সবাই পারফর্ম করাতে আসলে আমার কাজটাও সহজ হয়ে গেছে। দলের এই কৃতিত্ব সবারই। আমার একার না।’