চতুর্থ আসরেই বদলে যাবে বিপিএল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসর মাঠে গড়ায় ২০১২ সালে। পরের বছরই হয় দ্বিতীয় আসর। কিন্তু ২০১৪ সালে ম্যাচ পাতানোর কলঙ্ক মাথায় নিয়ে আর আয়োজিত হয়নি চার-ছক্কার ধুন্ধুমার এই টুর্নামেন্টের তৃতীয় আসর।
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই বছরের ২২ নভেম্বর মাঠে গড়ায় বিপিএলের তৃতীয় আসর। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলসের লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামে এই আসরের। ফাইনালের দিনই জানা গেল আরেকটি সুখবর।
আগামী বছর (২০১৬) নভেম্বর মাসে মাঠে গড়াবে বিপিএলের চতুর্থ আসর। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এবার বিপিএল দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হলেও চতুর্থ আসরে বাড়বে ভেন্যুর সংখ্যা। পাশাপাশি বাড়বে দলসংখ্যাও।
এ বিষয়ে পাপন বললেন, ‘বিপিএলের এই তুমুল জনপ্রিয়তা দেখে আমরা উচ্ছ্বসিত। আগামী বছরের নভেম্বরে বিপিএলের চতুর্থ আসর আয়োজনের ভাবনা আছে আমাদের। এবার ঢাকা ও চট্টগ্রামে যে জনপ্রিয়তা দেখেছি, তাতে আগামী আসর আরও ছড়িয়ে দেওয়া হবে। হয়ত সিলেটসহ আরও ভেন্যুতে খেলা হবে। বাড়বে দল সংখ্যাও।’