বাংলাদেশের বিজয় ঠেকাতে যেসব বিজ্ঞাপন দিয়েছিল পাকিস্তান!
পূর্ব পাকিস্তানকে নিজেদের সাথে রাখার জন্য শেষ সময় পর্যন্ত আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে পশ্চিম পাকিস্তান। নিজেদের অবস্থানের সপক্ষে বিভিন্ন রাজনৈতিক সভা-সেমিনারে, পত্র-পত্রিকায়, রেডিও-টেলিভিশনে নিয়মিত ভাষণ দিয়ে জনমত গঠনের কাজ করে গেছে পশ্চিম পাকিস্তান।
এ বিজ্ঞাপনগুলো ১৯৭১ সালের ডিসেম্বরের ১৪-১৮ তারিখ পর্যন্ত প্রকাশিত হয়েছে পাকিস্তানের ডন পত্রিকায়। বিজ্ঞাপনগুলোতে ‘ইসলামের’ নামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়েছিল।
একটি বিজ্ঞপনে কায়েদে আজম মন্তব্য ছাপা হয়েছে, ‘গত একহাজার বছরে মুসলমানদের কোনো শক্তিই পরাজিত করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। পূর্ব পাকিস্তানের স্বাধীন হওয়ার স্বপ্ন মতিভ্রম ছাড়া আর কিছুই নয়।’
ওই সময়ের কিছু বিজ্ঞাপন নিচে দেওয়া হলো।