বিদায়ী কমিটি’র সভাপতি রফিক মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বিগত এক বছরের আয়-ব্যয় হিসাব ও বার্ষিক প্রতিবেদন পাঠ করেন বিদায়ী সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল। ওইসময় সংগঠনকে আরও গতিশীল ও সাংবাদিকদের কল্যাণে নানামুখি কাজের পরিকল্পনা করে বক্তব্য রাখেন ঢাকা ট্রিবিউন প্রতিনিধি শাহরিয়ার মিল্টন, যমুনা টিভি প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল, এসএ টিভি প্রতিনিধি মহিউদ্দিন সোহেল, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মো. সুরুজ্জামান, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি আব্দুল মোত্তালেব সেলিম প্রমুখ।
সভার শুরুতে ১১ মে রাতে সংগঠনের সদস্য ও যমুনা টিভি প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জলের পিতা, প্রবীণ ঔষধ ব্যবসায়ী এইচএম শামছুল ওয়ারা’র মৃত্যতে গভীর শোক জানিয়ে তার আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন ও নতুন কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব দে কেটুর পিতা অরুন চন্দ্র দে গুরুতর অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ায় তার আশু রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
শেরপুর সাংবাদিক কল্যাণh সমিতির নয়া কমিটি : হাশিম সভাপতি, সম্পাদক কেটু
স্টাফ রিপোর্টার : শেরপুর সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৩ মে শুক্রবার বিকেলে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় আগামী এক বছর (২০১৬-২০১৭) মেয়াদের জন্য গঠিত ৭ সদস্যের নির্বাহী কমিটির সভাপতি হয়েছেন মাছরাঙা টিভির শেরপুর প্রতিনিধি আবুল হাশিম ও সাধারণ সম্পাদক হয়েছেন বৈশাখি টিভির শেরপুর প্রতিনিধি বিপ্লব দে কেটু। কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সহ-সভাপতি গাজী টিভি প্রতিনিধি ফারহানা পারভীন মুন্নী, কোষাধ্যক্ষ এশিয়ান এইজ প্রতিনিধি মুহাইমিনুল ইসলাম হুমায়ুন এবং ৩ জন নির্বাহী সদস্যের মধ্যে দেশ টিভি প্রতিনিধি রফিক মজিদ, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মাসুদ হাসান বাদল ও আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মনিরুজ্জামান রিপন। একইসাথে সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে আগামী ২০১৭-২০১৮ সনের জন্য আমাদের সময় প্রতিনিধি সাবিহা জামান শাপলাকে সভাপতি ও দিনের শেষে প্রতিনিধি কাজি মাসুমকে সাধারণ সম্পাদক করা হয়।
এদিকে শেরপুর প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মেরাজ উদ্দিন ও জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুগনিউর রহমান মনি সাংবাদিক কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকসহ কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।