গফরগাঁওয়ে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ ডিসেম্বর

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন, মুক্তিপণ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের গফরগাঁওয়ের খলিলুর হমানসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর শুনানির জন্য ২৪ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে পলাতক ও গ্রেফতার সাত আসামির পক্ষে মামলা পরিচালনা করার জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী আব্দুস শুকুর খানকে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।

আসামিদের মধ্যে পাঁচজন গ্রেফতার হয়ে কারাগারে। তারা হলেন মো. খলিলুর রহমান, মো. সামসুজ্জামান ওরফে আবুল কালাম, মো. রইছ উদ্দিন আজাদী, মো. আব্দুল মালেক আকন্দ ওরফে আবুল হোসেন ও মো. আব্দুল্লাহ। পলাতক আসামিদের নাম প্রকাশ করেনি তদন্ত সংস্থা।

বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপদতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতনা চমন। অন্যদিকে তিন আসামির পক্ষে উপস্থিত ছিলেন আবদুস সাত্তার পালোয়ান ও মাসুদ রানা।

প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন ও আসামিপেক্ষর আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান বলেন, এ মামলার মোট আসামি ১১ জন। এর মধ্যে পাঁচজন গ্রেফতার আছেন, বাকি ছয়জন পলাতক। পলাতক আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। পত্রিকায় বিজ্ঞাপনও দেয়া হয়েছে।

এ মামলায় ময়মনসিংহের গফরগাঁওয়ের ১১ জনের বিরুদ্ধে গত ২০ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় নিগুয়ারি ও টাঙ্গাব ইউনিয়নের রৌহা, সাধুয়া গ্রামে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ,অপহরণ, আটক, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের মতো সাতটি ঘটনায় জড়িত থাকার চারটি অভিযোগ আনা হয়। মামলাটি তদন্ত করেছেন সংস্থার তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগম।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend