শ্রীবরদীতে রাস্তা পাকা করণের ভিত্তি প্রস্তর স্থাপন
স্টাফ রিপোর্ট:
শ্রীবরদী উপজেলায় বিভিন্ন ইউনিয়নে রাস্তার পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পাঁচটি রাস্তার ভিত্তি প্রস্তর করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন। রাস্তাগুলো হচ্ছে রানিশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা-মাটিফাটা-কর্ণঝোড়া রাস্তা, ভায়াডাঙ্গা আরএইচডি-হাঁসধরা জিসি রাস্তা, টোডোপাড়া-বকচর রাস্তা, গড়গড়িয়া গিলাগাছা বাজার-ভটপুর রাস্তা ও ভায়াডাঙ্গা আরএইডি-রানিশিমুল রাস্তা। রাস্তাগুলোর দৈর্ঘ্য প্রত্যেকটিই ১ কিলোমিটার করে ৫ পাঁচ কিলোমিটার এবং নির্মাণ ব্যয় হবে ৩ কোটি ৪৬ লক্ষ টাকা। উদ্বোধন শেষে ভায়াডাঙ্গা আটানি পাড়া আব্দুল মজিদের বাড়িতে রানিশিমুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আ’লীগ সাবেক সভাপতি খন্দকার মুহাম্মদ আমান উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন এমপি। এসময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কাজের ফিরিস্তি তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনত্রেী শেখ হাসিনার কোনো বিকল্প নাই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাতকে শক্তিশালী করে আবারো ক্ষমতায় আনা প্রয়োজন। আ’লীগ নেতা এম.এ মোনায়েম’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদের, জেলা আ’লীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, রানিশিমুল ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী লাল, কৃষি বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম প্রমূখ। এসময় কয়েক শতাধিক জনতা ও নেতা-কর্মী উপস্থিত ছিলেন।