দুর্নীতি মামলায় অ্যালায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যান গ্রেপ্তার
আট কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুঁজিবাজারের ব্রোকারেজ অ্যালায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যান পঙ্কজ রায়কে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার সকালে ধানমন্ডির বাসা তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।।
তিনি বলেন, সাড়ে আট কোটি টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগে পঙ্কজ রায়ের বিরুদ্ধে গতকাল রমনা মডেল থানায় একটি মামলা হয়। তার বিরুদ্ধে হুন্ডির মাধ্যমে দেশের বাইরে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে।
মামলার পর গতকাল রাত থেকে তার বাড়ি ঘিরে রাখা হয়েছিল। সোমবার সকাল ১০টার দিকে দুদকের উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌসের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে। পঙ্কজ রায়কে দুদক কার্যালয়ে নেওয়া হচ্ছে।