র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ‘ডাকাত’ নিহত
নোয়াখালীর হাতিয়া উপজেলার ভয়ারচর ইউনিয়নে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন, যারা ডাকাত দলের সদস্য বলে দাবি করছে র্যাব। মঙ্গলবার ভোর চারটার দিকে চপলাঘাট এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি পাইপগান, তিনটি দুইনলা বন্দুক এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি।
নিহতরা হলেন ডাকাত দলের প্রধান সাইফুল ইসলাম (৩২) ও তার সহযোগী শফিক (২৮)।
র্যাব–১১–এর লক্ষ্মীপুর ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরী জানায়, ভোরে চপলাঘাট এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়ার খবর পেয়ে র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালাতে যায়। র্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে র্যাবের এএসআই মফিজুল ও কনস্টেবল মাহবুব আহত হয়।
আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে ডাকাত সাইফুল ও শফিক নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি পাইপগান, তিনটি দুই নলা বন্দুক ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।