যৌনব্যবসার দায়ে ৪৭২ বছরের কারাদণ্ড

এক মার্কিন নাগরিককে ৪৭২ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত। যৌনব্যবসার জন্য শিশু পাচারের দায়ে ওই মার্কিন নাগরিককে এ সাজা দেয়া হয়।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এ খব্র জানিয়েছে। ব্রক ফ্রাঙ্কলিন (৩১) যুক্তরাষ্ট্রের কোলোরাডোরের বাসিন্দা।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মার্চ মাসে ব্রকের বিরুদ্ধে মামলা করা হয়। তার বিরুদ্ধে শিশুপাচার যৌন হেনস্থা, অপহরণ, শিশুদের দিয়ে যৌনব্যবসা করানোসহ অনেক অভিযোগ ছিল। গত ২১ নভেম্বর মঙ্গলবার সেই মামলার সাজা ঘোষণা করা হয়।

ফ্রাঙ্কলিন নানাভাবে টোপ ফেলে শিশু ও অল্পবয়সের মেয়েদের তুলে এনে তাদের যৌনক্রিয়ায় বাধ্য করতেন। এ জন্য তাদের ওপর শারীরিক অত্যাচার করার পাশাপাশি নানা মাদকও ব্যবহার করতেন তিনি। পাচার করা শিশুদের দিয়ে অনলাইনে যৌনব্যবসা চালানোর মতো অপরাধের অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

সাজা ঘোষণার পর কোলোরাডোর অ্যাটর্নি জেনারেল জেনেট ড্রেকে বলেন, এ ধরনের অপরাধ যে বরদাস্ত করা হবে না, সেটা ফ্রাঙ্কলিনকে ৪৭২ বছরের সাজা দিয়ে বোঝানো হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend