ধর্ষণের দায়ে রবিনহোর ৯ বছর জেল
ধর্ষণের দায়ে নয় বছর জেল খাটতে হচ্ছে ব্রাজিল জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার রবিনহোকে। তার বিরুদ্ধে ২০১৩ সালে মিলানে এক নারীকে ধর্ষণের অভিযোগে রয়েছে। তবে আদালতের রায়ের পর আপিল করার সুযোগ পাবেন রবিনহো। আপিলে তার সাজা মওকুফ না হলে জারী হবে গ্রেফতারি পরোয়ানা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালের দিকে মিলানের নাইটক্লাবে ২২ বছর বয়সী আলবেনিয়ান নারী গণধর্ষণের শিকার হয়। ধর্ষণে জড়িতদের মধ্যে ব্রাজিল ফুটবলার রবিনহোসহ মোট ছয় ব্রাজিলিয়ানের জড়িত থাকার প্রমাণ পায় দেশটির আদালত।
এর আগেও এমন ঘটনার শিরোনাম হয়েছেন রবিনহো। ২০০৯ সালে ম্যানচেস্টার সিটিতে খেলার সময় তার বিরুদ্ধে এমন একটি অভিযোগ উঠেছিল। পরে অবশ্য জামিনে মুক্তি মিলেছিল ব্রাজিলিয়ান স্ট্রাইকারের। বর্তমানে ব্রাজিলের ক্লাব অ্যাটলেটিকো মিনিয়েরোর হয়ে খেলছেন রবিনহো।
২০০৩ সালে ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে জড়ান রবিনহো। এরপর থেকে ব্রাজিলের হয়ে ১০০ ম্যাচে ২৮ গোল করেছেন এই ফরোয়ার্ড। খেলেছেন সান্তোস, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, এসি মিলানের মতো নামকরা ক্লাবে।