৭ মার্চ ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকাভূক্ত: হওয়ায় শ্রীবরদীতে আনন্দ শোভাযাত্রা
স্টাফ রিপোর্ট:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমোরী অব দি ওয়ার্ল্ড রেজিস্টার এ বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসাবে ওয়ার্ল্ড ডকুমেন্টরী হেরিটেজ হিসাবে তালিকাভূক্ত হওয়ায় শ্রীবরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু‘র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ‘লীগ সভাপতি মো. আশরাফ হোসেন খোকা ও উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন। পরে এক আনন্দ শোভাযাত্রা পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মো. আবু সাঈদ, মুক্তিযোদ্ধা আবু সালেহ, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ হেল আল আমিন, আবু জাফর, আ. খালেক, কোহিনুর আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, তাতিহাটি ইউপি চেয়ারম্যান প্রভাষক আসাদুল্লাহ বিল্লাল, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান মো. আ. হালিম, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ. ফতেহপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আ. মান্নান, শ্রীবরদী এপি আই সহকারী প্রধান শিক্ষক নিলুফা সুলতানা, ছাত্রলীগ সভাপতি এ্যাড. মেরাজ উদ্দিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।