যশোরে চোর সন্দেহে পিটিয়ে হত্যা
যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ইমতিয়াজ আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ভোরে যশোর সদরের জগহাটি গ্রামে গরু চুরি করে পালানোর সময় এ ঘটনা ঘটে।
নিহত ইমতিয়াজ আলী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুলচরা গ্রামের লাল মোহাম্মদের ছেলে।
পুলিশ জানিয়েছে, সদরের জগহাটি গ্রামের মানুষসহ আশপাশের গ্রামের মানুষ গরু চোরকে ধাওয়া করে পাশের উপজেলা চৌগাছার তেঁতুলবাড়ি নিয়ে গণপিটুনি দেয়।
পরে পুলিশ লাশটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
দুপুরে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের প্যান্টের পকেটে পাওয়া মোবাইল ফোনের মাধ্যমে খবর দিয়ে লাশের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ।
যশোর সদরের সাজিয়ালি পুলিশ ফাঁড়ির এসআই আসাদুজ্জামান জানান, সদর উপজেলার শেষ গ্রাম জগহাটির নাইম আলীর বাড়ি থেকে রবিবার গভীর রাতে গরু চুরি করে পালানোর সময় আশপাশের জগহাটি, কামালপুর, তেঁতুলবাড়ি গ্রামের মানুষ ভোরে ধাওয়া করে ইমতিয়াজ আলী নামে চোরকে। তারা চৌগাছার তেুঁতুলবাড়িয়া এলাকায় ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই চোর মারা যায়।
চৌগাছা থানার উপ-পরিদর্শক আবু সুফিয়ান বলেন, চৌগাছার ফুলসারা ইউনিয়নের তেঁতুলবাড়িয়া থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। তার প্যান্টের পকেটে পাওয়া মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে পরিচয় জানা যায়।