সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষে পাল্টাপাল্টি সভা, ১৪৪ ধারা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় গোলকপুর বাজার একই স্থানে বিএনপির বিবাদমান নজির ও রফিক দুই গ্রুপের সমাবেশ ডাকায় উপজেলা প্রশাসন ১৪৪ধারা জারি করেছে। সোমবার সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার গোলকপুর বাজার ও এর আশপাশ এলাকায় এই ধারা জারি থাকবে।
উপজেলার গোলকপুর বাজার ও এই এলাকার আশপাশে কোন ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার সন্ধ্যায় মাইকিং করে এ আদেশ জারি করেন।
স্থানীয় ও এলাকাবাসী জানায়, সোমবার সকাল ১১টায় উপজেলার গোলবপুর বাজারে জেলা বিএনপির সাবেক কমিটির সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নজির হোসেনের সভাপতিত্বে পূর্ব নির্ধারীত বিএনপির সদস্য ও নবায়ন সভার আহ্বান করা হয়। কিন্তু অপরপক্ষ ডা. রফিকুল ইসলাম চৌধুরীর গ্রুপের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও জনসভার আহ্বান করা হয়। এর ফলে ওই এলাকায় উত্তেজনা দেখা দেয়।
বিষয়টি প্রশাসনকে অবহিত করা হলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে ১৪৪ধারা জারি করা হয়েছে।