পাকিস্তানে অনার কিংলিয়ের নামে নবদম্পতিকে হত্যা
পাকিস্তানে আবারও ‘অনার কিলিং’-এর ঘটনা ঘটেছে। এবার করাচির মমিনাবাদে নববিবাহিত এক দম্পতিকে গ্রাম্য সালিশি কেন্দ্র ‘জিরগা’র বিচারকরা হত্যার নির্দেশ দেয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে সোমবার পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে নিহত তরুণের বাবা ও চাচা রয়েছেন।
পুলিশ জানায়, হত্যার শিকার নববধূর দেহ বস্তায় ভরে মাটিতে দাফন করা হয়েছে। কিন্তু তার স্বামীর মৃতদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, নববিবাহিত এই দম্পতিকে কয়েক সপ্তাহ আগে খুন করা হয়েছে।
পুলিশ সুপার ওরাঙ্গি আবিদ বালুচ জানান, ২৪ বছর বয়সী তরুণ হাদি ও তার স্ত্রী নিজেদের পছন্দে বিয়ে করেছিলেন। এতে পারিবারিক সম্মান নষ্ট হওয়ার অভিযোগ এনে তাদের হত্যা করে পরিবারের লোকজন।
কাসিম হামিদ নামে একজন পুলিশ কর্মকর্তা জানান, নিহত দম্পতির পরিবার নওয়াব কলোনিতে থাকেন। এই জোড়া খুনের তদন্ত করতে গেলে পরিবারের লোকজন স্বীকার করে, জিরগায় সিদ্ধান্ত অনুযায়ী নববিবাহিত স্বামী-স্ত্রীকে হত্যা করেন তারা।
পুলিশ জানায়, খুনের শিকার নববধূর বাবা এবং ভাই পলাতক রয়েছেন।
সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ এই ঘটনার বিস্তারিত তদন্তের জন্য রাজ্যের ইন্সপেকটর জেনারেল অব পুলিশ(আইজি)-কে নির্দেশ দিয়েছেন।