চর আলাতলীর ‘জঙ্গি আস্তানায়’ অভিযান সমাপ্ত, নিহত ৩
রাজশহীর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মধ্যচরের চর আলাতলীর ‘জঙ্গি আস্তানায়’ অভিযান সমাপ্ত হয়েছে। এ অভিযানে মোট তিন জঙ্গি নিহত হয়েছেন। ঘটনাস্থলে থাকা বিপুল পরিমাণ বিস্ফোরক ধংস করা হয়েছে।
২৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।
তিনি সাংবাদিকদের জানান, ওই বাড়ি থেকে ক্ষতবিক্ষত তিনজনের মরদেহ পাওয়া গেছে। তাদের রাজশাহীতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল। এছাড়া বিপুল পরিমাণ শক্তিশালী বিস্ফোরক, ১২টি মক্তিশালী ডেটোনেটর ও হাত গ্রেনেড নিস্ক্রিয় করেছে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল।
ইতোমধ্যে মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। তবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।
তবে বাড়ির মালিক রাশিকুল ইসলাম, তার স্ত্রী নাজমা বেগম ও শ্বশুর মো. খুরশেদকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে বলে জানান মুফতি মাহমুদ খান।
এর আগে ভোর থেকে বাড়িটি র্যাব ঘিরে রাখে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি এ তথ্য জানান।