আইনি জটিলতায় সানি লিওনের আইটেম গান
গত ২৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল সানি লিওনের সিনেমা ‘তেরা ইন্তেজার’। সিনেমার মুক্তি পিছিয়ে ১ ডিসেম্বর করা হয়। কিন্তু ছবিটি সম্প্রতি পড়েছে আইনি জটিলতায়। কারণ এই ছবির একটি আইটেম গান, যাতে একাধিকবার ‘বার্বি ডল’ শব্দটি ব্যবহার করা হয়েছে। বার্বি ডল প্রস্তুতকারী সংস্থা ‘ম্যাটেল ইনকর্পোরেটেড’ এতে জানিয়েছে আপত্তি। তারা আইনি নোটিশ পাঠিয়েছে ছবিটির প্রযোজকদের কাছে।
কোম্পানির দাবি, গানের শিরোনাম ও কথার কোনও অনুমতি ছাড়াই তাদের রেজিস্ট্রিকৃত এবং বহুল পরিচিত ট্রেডমার্ক ব্যবহার করা হয়েছে। গানে যেভাবে ‘বার্বি’ শব্দটার ব্যবহার হয়েছে, সেটা বার্বি ডলের গ্রাহকদের জন্য বিব্রতকর।
‘বার্বি ডল’ গানের দৃশ্যে সানি লিওন। ছবি: সংগৃহীত।
আর যেহেতু সানি লিওনি ‘অ্যাডাল্ট’ তারকা হিসেবে বেশি পরিচিত, তাই ‘বার্বি’র ইমেজের পক্ষেও সেটা অনুকূল নয়। ‘ম্যাটেল’ যেহেতু আইনি পথে এগোচ্ছে, তাই নোটিশের জবাব দিতে হবে ছবি-নির্মাতাদের।
এদিকে আর মাত্র তিনদিন পর ছবিটির মুক্তি। এরমধ্যে আদালত আপাতত রায় দিয়েছে, দু’পক্ষকেই নিজেদের মধ্যে ব্যাপারটির মীমাংসা করে নেয়ার জন্য। শেষ পর্যন্ত ‘তেরা ইন্তেজার’এর গানে ‘বার্বি’ থাকবে কি না, সেটা আইনি পথেই চূড়ান্ত হবে। মিউজিক্যাল থ্রিলারভিত্তিক সিনেমাটিতে সানি লিওনের বিপরীতে অভিনয় করেছেন আরবাজ খান। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাধলেন তারা।
সূত্র: ডেকান ক্রনিকল