খবর বাংলা‘য় খবর প্রকাশের পর; শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস
স্টাফ রিপোর্টঃ
শ্রীবরদীতে পাহাড়ি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ সময় বালু উত্তোলনের প্রায় ১৫০ ফুট পাইপ গুড়িয়ে দেয়া হয়।
জানা গেছে, শ্রীবরদী রাণীশিমুল ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি নদী সোমেশ্বরী থেকে দীর্ঘদিন থেকে বালুু খেকোরা অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে। এ নিয়ে মঙ্গলবার সন্ধায় শেরপুরের এডিসি (রেভিনিউ) মাহমুদুর রহমান মামুন সোমেশ্বরী নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ১৫০ ফুট পাইপ বিনষ্ট করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী শেরপুর এডিসি (রেভিনিউ) মাহমুুদুর রহমান মামুন জানান, ঘটনাস্থলে পৌছতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এ কারণে কাউকে পাওয়া যায়নি। ঘটনাস্থলে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় ১৫০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। ড্রেজার মেশিন ছিল কিন্তু জব্দ করা যায়নি। তবে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য খবর বাংলা২৪ ডট কম ‘শ্রীবরদীতে পাহাড়ি নদী থেকে চলছে বালু উত্তোলনের মহোৎসব’ শিরোনামে ২৮ নভেম্বর একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করে।