শীত জেঁকে বসতে পারে মাঝ ডিসেম্বরে

বাংলাদেশে স্বাভাবিকভাবে ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত শীত অনুভূত হয়। তবে নভেম্বর থেকেই শীত অনুভূত হতে শুরু করে। এবার নভেম্বরেও দেশের অনেক স্থানে পুরোপুরি শীত শুরু হয়নি। রাজধানী ঢাকাতেও শুরু হয়নি শীতের আমেজ। যদিও দেশের উত্তরাঞ্চলে কিন্তু ঠিকই শীত জেঁকে  বসেছে। তাপমাত্রা নেমে এসেছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াসে। শীতের আমেজ পেতে রাজধানীবাসীকে কিন্তু আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।

আবহাওয়া অধিদফতর জানায়,  রাজধানীতে তীব্র শীত অনুভূত হওয়ার সম্ভাবনা কম। এখন পর্যন্ত শৈত্যপ্রবাহের তেমন আশঙ্কা নেই। তবে হিমেল হাওয়ার কামড় কিছুটা অনুভূত হতে পারে ডিসেম্বরের শুরুর দিকে। তখন তাপমাত্রা নেমে যাবে।

অধিদফতর আরও জানায়, শীত এবার উত্তরাঞ্চলে জেঁকে বসতে পারে। এখনই সেখানে ১১.৮ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে গেছে। সে তুলনায় রাজধানীতে তাপমাত্রা তেমন কমেনি। ধারণা করা হচ্ছে, উত্তরাঞ্চলের তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এ ছাড়া শ্রীমঙ্গলেও তাপমাত্রা দ্রুত হ্রাস পাবে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরাঞ্চলে ডিসেম্বরের শেষ দিকে দু-একটি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহের প্রভাবে কামড় বসাতে পারে শীত। শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৬-৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। একই সঙ্গে ঘনকুয়াশাও পড়বে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend