হাতুরুসিংহের মতোই হাই প্রোফাইল কোচ খুঁজছে বিসিবি
কাগজে কলমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়া পর্যন্ত বাংলাদেশের কোচ থাকবেন চান্দিকা হাতুরুসিংহে। এই সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকা সিরিজের রিপোর্টসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর সরাসরি দেখা করতে বলা হয়েছে তাকে। বাংলাদেশে এসে আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে বলা হয়েছে হাত্রুসিংহেকে।
এরই মধ্যে মাশরাফি-মুশফিকদের জন্য নতুন কোচও খোঁজা শুরু করে দিয়েছে বিসিবি। নতুন কোচের ক্ষেত্রে হাতুরুসিংহের মতোই কাউকে খোঁজা হচ্ছে। এর কারণটাও ব্যাখ্যা করলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। মঙ্গলবার মিরপুরে বিসিবির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই নতুন কোচে নিয়োগ প্রসঙ্গে কথা বলেন।
বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমরা হাতুরুসিংহের কাছ থেকে যে অভিজ্ঞতা পেয়েছি, তেমন কাউকেই খুঁজছি। আমরা হাতুরুর মতোই কাউকে খুঁজছি যার শেখানোর পদ্ধতি ও কৌশল একই রকম। পাশাপাশি যিনি হাই প্রোফাইল। আসলে আমরা শুধু বড় নাম নয় তার কোচিং ক্যারিয়ারের দিকেই নজর দিচ্ছি।’
বেশ কয়েকবার চেষ্টার পর বিসিবি হাতুরুসিংহের সাথে যোগাযোগ করতে পেরেছে। পদত্যাগ পত্র জমা দেওয়া হাতুরুসিংহের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘গণমাধ্যমে এসেছে হাথুরুসিংহের সঙ্গে আমাদের যোগাযোগ নেই, বিষয়টা তা নয়। সে পদত্যাগ করার পর বিভিন্ন সময় যোগাযোগ হয়েছে। আমরা তাকে ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ করেছিলাম। কথা ছিল কমপক্ষে তিন মাস আগে আমাদের জানিয়ে সে সরে যেতে পারত। সে আরও আগেই আমাদের জানিয়েছে। তাই তাকে অপেশাদার বলা যায় না।’
১৫ অক্টোবর হাতুরুসিংহে বিসিবির কাছে পদত্যাগপত্র মেইল করেন। এরপর থেকেই অনানুষ্ঠানিকভাবে কোচ খোঁজা শুরু করেছে বিসিবি। সিইও বলেন, ‘বিভিন্ন বোর্ড বা বিভিন্ন দেশের কোচদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। আমরা চেষ্টা করছি শ্রীলঙ্কা সিরিজের আগেই জাতীয় দলকে নতুন কোচ দেয়ার। হাই-প্রোফাইল কোচ আনার ব্যাপারে পরিকল্পনা রয়েছে। ক্রিকেট বিশ্বে হাই-প্রোফাইল কোচরা ফ্রি থাকেন না। অনেকেই ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত। তাদের মধ্যে থেকেও আমরা চেষ্টা করছি।’