শ্রীবরদীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে এডভোকেসী সভা
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে আগামী ২৩ ডিসেম্বর শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উদযাপন উপলক্ষ্যে বুধবার সকালে এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. আনিছুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. মির্জা মাশরুর হক, শ্রীবরদী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, এনজিও প্রতিনিধি উপজেলা নিউট্রেশন ম্যানেজার সজুব মিয়া ও সাংবাদিক ফরিদ আহম্মেদ রুবেল।
উল্লেখ্য আগামী ২৩ ডিসেম্বর শ্রীবরদী উপজেলায় ২৫৩ টিকাদান কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৪২৭৪ ও ১১-৫৯ মাস বয়সী ৩৩৪৯৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।