শ্রীবরদীতে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার:
গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শেরপুরের শ্রীবরদীর কাকিলাকুড়া ঘাটিয়াডাঙ্গা গ্রামের পরিত্যক্ত মাঠে। স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে বুধবার বিকালে এ ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির হেজার সভাপতিত্বে অুনষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন।
কাকিলাকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গির আলম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আউরঙ্গ, সাবেক ইউপি মেম্বার নেফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মখলেছুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, গড়জরিপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সিংগাবরনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ। এ সময় উপজেলার ১০ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারন সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঘোড়া দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা দেড় শতাধিক ঘোড়া অংশ গ্রহণ করে। এসময় খেলা দেখতে স্থানীয় নারী পুরুষ এবং বিভিন্ন এলাকার ৫ সহা¯্রাধিক লোকের সমাগম ঘটে। খেলা শেষে প্রথম স্থান অধিকারীকে ২১ ইঞ্চি কালার টেলিভিশন ও দ্বিতীয় স্থান অধিকারীকে সাউন্ড বক্স উপহার দেয়া হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend