শ্রীবরদীতে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কর্ম বিরতি

 

 

 

 

 

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্ম সুচির অংশ হিসাবে ৪ দফা দাবী আদায়ের লক্ষে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন শ্রীবরদী উপজেলা শাখা ১লা জানুয়ারী-২০১৮ থেকে কর্ম বিরতি পালন করছে। মঙ্গলবার কর্ম বিরতির দ্বিতীয় দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে হেলথ এসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন শ্রীবরদী শাখার সভাপতি হামিদুল হকের সভাপতিত্বে কর্মবিরতি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মোনতাসির আহমেদ টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল, মাঠ/ভ্রমণ ভাতা ও ঝুঁকি ভাতা মুল বেতনের ৩০ ভাগ, প্রতি ছয় হাজার জনগোষ্ঠির জন্য একজন করে স্বাস্থ্য সহকারি নিয়োগ নিশ্চিতকরণ দ্রুত সময়ের মধ্যে শূন্য পদে নিয়োগ এবং ১০ ভাগ পোষ্য কোঠা প্রবর্তন করে নিয়োগ দানে কেন্দ্র ঘোষিত দাবী সমুহ উপস্থাপন করেন। দাবী বাস্তবায়নের লক্ষে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জিসান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোজাম্মেল হক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ইসমত আরা প্রমূখ। বক্ত্যারা বলেন দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্ম বিরতি অব্যাহত থাকবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend