শ্রীবরদীতে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল এক কিশোরী

স্টাফ রিপোর্ট:
শ্রীবরদীতে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা সুমাইয়া আক্তার (১৩)। সে উপজেলার মাটিফাটা জিএম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে।
জানা গেছে, উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম মাধবপুর গ্রামের মাসুদ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের সাথে পাশ্ববর্তী কর্ণঝোড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে সোহাগ মিয়ার সাথে বিবাহের আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের নির্দেশনায় ইউনিসেফের কর্মীরা মেয়ের বাবা-মা‘র সাথে বাল্য বিবাহের কুফল সম্পর্কে আলোচনা করেন। পরবর্তীতে মেয়ের বাবা মাসুদ মিয়া তাৎক্ষনিকভাবে বিবাহ ভেঙ্গে দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর জানান, বাল্য বিবাহের খবর শুনে ইউনিসেফ কর্মী ও ওই ইউনিয়নের চেয়ারম্যানকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। তারা বাল্য বিবাহটি বন্ধ করতে সক্ষম হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend