শ্রীবরদীতে ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা

স্টাফ রির্পোটার:
“মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার শ্রীবরদীতে শুরু হয়েছে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৩৯ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড। উপজেলা পরিষদ চত্বরে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের সভাপতিত্বে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আ’লীগ শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি মো. আশরাফ হোসেন খোকা। একাডেমিক সুপারভাইজর মোশারফ হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ রেজাউল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রহুল আলম তালুকদার, যুবলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল প্রমুখ। এছাড়াও মেলায় রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মেলায় আগত শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী সমূহ প্রদর্শন করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend