শ্রীবরদীতে বাল্য বিবাহ বন্ধে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে কারিতাসের উদ্যোগে বাল্য বিবাহ বন্ধ ও বয়:সন্ধিকালে শিশুদের সার্বিক সমস্যা সমাধানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্র ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হল রুম সোমেশ্বরীতে আলোচনা সভা’র শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আ’লীগ শ্রীবরদী উপজেলা শাখা সভাপতি মো. আশরাফ হোসেন খোকা।
উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের সভাপতিত্বে ফিল্ড অফিসার বিকাশ ঘাঘরা’র সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মির্জা মাশরুর হক, কারিতাসের আঞ্চলিক অফিস ও প্রকল্প এরিয়া অফিসের প্রজেক্ট ইঞ্জিনিয়ার যতিন মূরমূ, প্রজেক্ট কো-অর্ডিনেটর নিরংকুশ চিরান, উপজেলা ফ্যাসিলিটেটর আ: রহিম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, অভিভাক, সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
কারিতাস শেরপুরের শ্রীবরদী উপজেলা’র ৩৫টি বিদ্যালয়ে শিশুদের নিয়ে বয়:সন্ধিকালে স্বাস্থ্য পরিচর্যা ও বাল্য বিবাহ রোধে ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend