শ্রীবরদীতে বীরবিক্রম শহীদ খুররমের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
স্টাফ রির্পোটার:
শ্রীবরদীতে বীরবিক্রম শাহ মু’তাসিম বিল্লাহ’র স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের মলামারি গ্রামে শহীদের কবরের পাশে স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন শহীদের চাচা বিশিষ্ট্য শিক্ষাবিদ অধ্যাপক মোকারম হোসেন।
স্থানীয় কমান্ডার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ’র সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শহীদ খুররমের ছোট ভাই শাহ মুস্তাসিম বিল্লাহ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নূরল ইসলাম হিরু, বীর প্রতীক বার জহুরুল হক মুন্সি, মুক্তিসংগ্রাম যাদুঘরের পরিচালক উৎপল কান্তি ধর, ইউএনও সেঁজুতি ধর, অফিসার ইনচার্জ রেজাউল হক, সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইফতেখার হোসেন কাফি জুবেরী, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মো. মোতাহারুল ইসলাম লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম ফর্সা, মুক্তিযোদ্ধা এডভোকেট আখতারুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, হামিদুর রহমান, আওরঙ্গ জেব আলমগীর, শহীদের বোন অধ্যাপক শাহী উম্মুন বানীন জেসমিন, এডভোকেট দেলোয়ার হোসেন, জেলা আ’লীগ সদস্য আব্দুল মতিন, শাহ মুস্তাকিম বিল্লাহ, আ’লীগ নেতা আবুল কালাম আজাদ, ইউনিয়ন আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় বক্ত্যারা বলেন, নিজ এলাকায় শহীদের স্মৃতিস্তম্ভ নির্মাণ একটি মহৎ উদ্যোগ। নতুন প্রজন্মরা এর মাধ্যমে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে এবং দেশের জন্য আত্মত্যাগের বিষয়ে উদ্বোদ্ধ হবে।