শ্রীবরদীতে দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীর দায়িত্ব নিল লোকাল বয়েজ
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীর দরিদ্র মেধাবী দৃষ্টি প্রতিবন্ধী আক্কাস আলীর পড়াশুনার দায়িত্ব নিল সামাজিক সংগঠন লোকাল বয়েজ। আক্কাস আলী শিমুলচড়ার আকন্দপাড়া গ্রামের আতাহার আলীর ছেলে। সে দৃষ্টি প্রতিবন্ধী হওয়া স্বত্ত্বেও মনের প্রবল ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে অনার্স ১ম বর্ষ পর্যন্ত এগিয়ে গেছেন। সে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সরকারি কাজি মাহবুল্লাহ কলেজের ইসলামের ইতিহাস বিভাগের ১ম বর্ষের ছাত্র। তার এ প্রবল ইচ্ছা শক্তিকে আরো একধাপ এগিয়ে দিলেন শ্রীবরদীর লোকাল বয়েজ।
লোকাল বয়েজ আক্কাস আলীকে পড়াশুনার খরচ বাবদ প্রতি মাসে ২ হাজার করে অনুদান দিবেন। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ হলরুম সোমেশ্বরীতে অনুদান প্রদান ও মানবতা সেবায় স্বেচ্ছাসেবকদের ভুমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লোকাল বয়েজ প্রতিষ্ঠাতা সভাপতি এজেড রুমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউএন সেঁজুতি ধর। লোকাল বয়েজের সাধারন সম্পাদক আজিজুল হাসান আজিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীবরদী পৌর মেয়র আবু সাঈদ, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার আবু ছালেহ নুরুল ইসলাম হিরু, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহেল আল-আমিন, বীর প্রতীক বার জহুরুল হক মুন্সি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, কবি তালাত মাহমুদ, যুবলীগ আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক জুয়েল আকন্দ প্রমুখ। এসময় উপজেলা প্রশাসন, সুশীল সমাজ ও স্থানীয় নেতৃবৃন্দ্ব লোকাল বয়েজকে আর্থিক অনুদান প্রদানসহ সামনের দিকে এগিয়ে যাওয়ার উৎসাহ দেন।