শ্রীবরদীতে বালুমহালে ভ্রাম্যমাণ আলাদতের অভিযান

স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে অবৈধ বালুমহলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধর। মঙ্গলবার বিকালে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বালিজুরিতে ৭টি মেশিন ধ্বংস করা হয়।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ উপজেলার বালিজুরী’র সোমেশ্বরী ও কর্ণঝোরা’র ঢেউফা নদীতে বালু দস্যুরা অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিল। খরব পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধর সংগীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যাবহৃত বালিজুরী থেকে ৬টি ও কর্ণঝোরা থেকে ১টি ড্রেজার মেশিন অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেন। এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু দস্যুরা পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধর বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বালিজুরী ও কর্ণঝোড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend