শ্রীবরদীতে কারিতাসের জীবিকা সহায়তা, ভ্যাক্সিনেশন ও পানি ব্যবস্থাপনা‘র উদ্বোধন

স্টাফ রিপোর্ট:
দূর্যোগ ঝুঁকি হ্রাস ও পরিবারের আয় বৃদ্ধির জন্য শ্রীবরদীতে ২৭০ টি বিপদাপন্ন পরিবারকে বিভিন্ন সাহায্য প্রদান করা হয়েছে। বুধবার উপজেলার সিংগাবরুনা ইউনিয়নে কারিতাস ময়মনসিংহ অঞ্চল বন্যা ও খরা মোকাবেলায় জনগনের সহশীলতা শক্তিশালীকরণ(এসসিআরডিএফ) প্রকল্পের মাধ্যমে দূযোর্গ ঝুঁকি হ্রাস ও পরিবারের আয় বৃদ্ধি সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর। সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান আ. রেজ্জাক মজনুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ জাহিদ হাসান, বকশীগঞ্জ উপজেলার দিগলাকোনা সাধু আন্দ্রের ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার শেখর এইচ. পেরেরা, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের উর্ধতন হিসাব রক্ষক মোঃ মিজানুর রহমান (বকুল), বীর মুক্তিযুদ্ধা ও সাবেক ইউপি মেম্বার মি. ভুপেন্দ্র মান্দা, মিঃ বিকাশ ঘাগ্রা , এসসিআরডিএফ মাঠ কর্মকর্তা মি. সুরঞ্জন রাকসাম, জেপিও (সুফল-২) প্রমূখ।
এ সময় উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ২৭০ টি বিপদাপন্ন পরিবারকে ১০ হাজার টাকা  করে মোট ২৭ সাতাশ লক্ষ টাকা জীবিকা সহায়তা প্রদান, ২,২৬৩ টি গরুর এফএমডি টিকা, ২৬৪ টি গরুর তরকা এবং ১৬৩ টি ছাগলের পিপিআর রোগের ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ও ৩ টি ওয়ার্ডে পানি ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend