শ্রীবরদীতে বাল্য বিয়ে পন্ড
স্টাফ রিপোর্ট:
শ্রীবরদীতে উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষ পেল কিশোরী শ্রীমতি পুর্ণিমা রাণী (১৪)। সে তাতিহাটি আইডিয়াল স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, রবিবার রাত ৯ টা সময় উপজেলার রাণীশিমুল গ্রামের পাণু বর্মণে’র মেয়ে শ্রীমতি পুর্ণিমা রাণী’র (১৪) সাথে এইক গ্রামের শ্রী ধুলু চন্দ্র বর্মণের ছেলে লিটন চন্দ্র বর্মণে’র সাথে বিবাহের আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় রাণীশিমুল ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ রানা ও ইউনিসেফ বাংলাদেশ উপজেলা কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম গিয়ে মেয়ের বাবা-মা’র সাথে বাল্য বিয়ের কুফল সম্পর্কে আলোচনা করেন। উভয় পক্ষ নিজেদের ভূল বুঝতে পেরে বিয়ে ভেঙ্গে দেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর জানান, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও ইউনিসেফ কর্মীদের পাঠিয়েছিলাম। তারা বাল্য বিবাহটি বন্ধ করতে সক্ষম হয়েছে।