শ্রীবরদীতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

স্টাফ রিপোর্ট:
শ্রীবরদীতে মঙ্গলবার সকালে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গ্রীষ্মকালিন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি সম্প্রসারন অধিদপ্তর শ্রীবরদীর বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি অফিস চত্বরে ১ শত ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদের সভাপতিত্বে ও কৃষি অফিসার নাজমুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি আশরাফ হোসেন খোকা, কৃষি সম্প্রসারন অধিদপ্তর শেরপুরের উপ-পরিচালক আশরাফ উদ্দিন, পৌর মেয়র আবু সাঈদ, কৃষকলীগ জেলা সভাপতি আব্দুল কাদের, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল ও মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend