শ্রীবরদীতে জাতীয় শিশু দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্ট:
শ্রীবরদীতে জাতীয় শিশু দিবস ও মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য ভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষ সোমেশ্বরীতে প্রস্তুতি সভা’র আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের সভাপতিত্বে শিশু দিবস ও স্বাধীনতা দিবসে’র প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ফারুক আল মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর মেয়র আবু সাঈদ, অফিসার ইনচার্জ রেজাউল হক, উপজেলা আ’লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী লাল, জেলা আ’লীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, উপজেলা যুবলীগ আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল, যুবলীগের যুগ্ম-আহবায়ক লিয়াকত হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগের সাধানর সম্পাদক জিয়াউল হক জেনারেল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সাইফুল ইসলাম শাহিন, উপজেলার সকল দফতরের কর্মকর্তাবৃন্দ, লোকাল বয়েজের পরিচালক এজেড রুমান, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাবসায়ীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ স্থানীয় সচেতন মহল উপস্থিত ছিলেন।
এ উপলক্ষ্যে জাতীয় শিশু দিবসে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং ১৭ মার্চ সকাল ৯.৩০ মিনিটে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, ৯.৪৫ মিনিটে শিশু সমাবেশ ও র্যালী, ১০.১৫ মিনিটে আলোচনা ও পুরস্কার বিতরণ করা হবে। এছাড়াও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সকাল ৭.৩০ মিনিটে শহীদের মাজার জিয়ারত, সকাল ৮.০০ টায় শ্রীবরদী সরকারি কলেজে কুচকাওয়াজ, দুপুর ২.০০ টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ৩.০০ টায় মহিলাদের জন্য ক্রীড়া অনুষ্ঠান, বিকাল ৩.৩০ মিনিটে প্রীতি ফুটবল ম্যাচ এবং বিকাল ৫.০০ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।