শ্রীবরদীতে ভোরের ডাকে‘র ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১৮ মার্চ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বর্ষপূর্তি অনুষ্ঠানে সিনিয়র কলামিষ্ট ও সাংবাদিক কাকন রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফারুক আল মাসুদ, শেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইফতেখার হোসেন কাফী জুবেরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিজয় টিভির জেলা প্রতিনিধি জি.এম বাবুল, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, অফিসার ক্লাব সাধারন সম্পাদক ও একাডেমিক সুপারভাইজার মো. মোশারফ হোসেন।
বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রেসক্লাব শ্রীবরদীর সহ-সভাপতি ও নয়া দিগন্ত প্রতিনিধি এজেএম আহছানুজ্জামান ফিরোজের সঞ্চালনায় অন্যান্যের বক্তব্য রাখেন শ্রীবরদী প্রেসক্লাব সভাপতি ও মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, প্রেসক্লাব শ্রীবরদী‘র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও ডেইলী ইন্ড্রাস্টির শেরপুর জেলা প্রতিনিধি মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও মানব জমিন প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল ও ভোরের ডাক প্রতিনিধি তাসলীম কবির বাবু। এ সময় উপস্থিত ছিলেন যায় যায় দিন প্রতিনিধি রমেশ সরকার, ইত্তেফাক প্রতিনিধি মো. আ. বাতেন, মাই টিভি জেলা প্রতিনিধি তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা, দৈনিক জাহান প্রতিনিধি শওকত জামান, কালের ডাক প্রতিনিধি এমআরটি মিন্টু, উর্মি বাংলা প্রতিদিন প্রতিনিধি উৎপল মহন্ত, মাটি ও মানুষ প্রতিনিধি সুমী মহন্ত, দৈনিক জনতা প্রতিনিধি মোস্তফা কামাল, বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের শ্রীবরদী শাখা সভাপতি কালাম বিন আব্দুর রশিদ, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক মোবারক চৌধুরী প্রমুখ। পরে ভোরের ডাক পত্রিকার ২৭ বছর পূর্তিতে কেক কাটা হয়।