শ্রীবরদীতে শিশুদের উন্নয়নে সামাজিক আচরণগত পরিবর্তনের কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে শিশুদের উন্নয়নে ইউনিয়ন পর্যায়ে সামাজি আচরণগত পরিবর্তন বিষয়ক পরিকল্পনা প্রণয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদী উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় তাতিহাটি ইউনিয়ন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। শিশুদের উন্নয়ন পরিকল্পনা সমাবেশে সভাপতিত্ব করেন তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদ উল্লাহ বিল্লাল।
শ্রীবরদী সদর ইউনিয়ন কো-অর্ডিনেটর শফিউল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম, ইউপি সদস্য গোলাম মোস্তফা, ছামিউল হক, তাতিহাটি স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহেরা খাতুন, বকচর স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান, তাতিহাটি ইউনিয়ন কো-অর্ডিনেটর বাদল মিয়া, কুড়িকাহনিয়া ইউনিয়ন কো-অর্ডিনেটর আব্দুস সামাদ কমল প্রমুখ। এসময় সমাবেশে তাতিহাটি ইউপি সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, স্বাস্থ্য কর্মী ও সমাজকর্মী উপস্থিত ছিলেন।
বক্ত্যারা শ্রীবরদী উপজেলায় এ প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে শিশুদের উন্নয়নে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, পানি ও পয়ঃনিষ্কাশন, শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক পরিকল্পনা প্রণয়ন করার জন্য ইউনিসেফ বাংলাদেশ’কে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন। এসময় তারা শিশুদের বিকশিত করে সমাজে আচরণগত পরিবর্তনে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।