শ্রীবরদীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার:
“সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, সবার জন্য সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীবরদীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের অর্থায়নে শনিবার উপজেলার টেংগর পাড়া উচ্চ বিদ্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে ভায়াডাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে টেংগর পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, টেংগর পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান বিএসসি, সহকারি প্রধান শিক্ষক গোলাম ফারুক, রাণীশিমুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, কারিতাস মাঠ কর্মকর্তা বিকাশ ঘাগড়া, উপজেলা ফ্যাসিলেটর আব্দুর রহিম, ইউনিয়ন ইউনিসেফ কো-অর্ডিনেটর রাশেদ মাহমুদসহ শিক্ষার্থী ও অভিভাববৃন্দ্ব।