শ্রীবরদীতে গোলাম মোস্তফা স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
“সন্ত্রাস জঙ্গীবাদ ও মাদককে না বলুন” এ স্লোগানকে সামেনে রেখে শ্রীবরদীর রাণীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গায় শুক্রবার বিকালে গোলাম মোস্তফা স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। রাণীশিমুল ইউনিয়নের প্রয়াত সকল ফুটবলারদের স্বরণে মাসব্যাপী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন ইউপি চেয়ারম্যান মাসুদ রানা। এ উপলক্ষে টেংগর পাড়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ইউপি চেয়ারম্যান মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রথান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব (মেরিটাইম এ্যাফেয়ার্স ইউনিট) রিয়াল এ্যাডমিরাল (অবঃ) খোরশেদ আলম।


রাণীশিমুল ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজের সঞ্চালনায় বিশেষ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, সহকারি পুলিশ সুপার মিথুন সরকার, ইউএনও সেঁজুতি ধর, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, জেলা আওয়ামী লীগের সাবেক সংকৃতি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ ছালেহ, প্রয়াত সাবেক সংসদ সদস্যের ছেলে মোহসিনুল বারী রুমি, খড়িয়া কাজির চর ইউপি চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম এবং আ’লীগ নেতা এম.এম মোনায়েম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি রেজাউল হক, আ’লীগ নেতা মিজানুর রহমান রাজা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃ নুরুল ইসলাম হিরো, শেরপুর আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাহবুবুর রহমান সুজা, জেলা পরিষদ সদস্য ও জাতীয় শ্রমিক লীগ আহবায়ক আবু জাফর ও রাণীশিমুল ইউনিয়ন আ’লীগ সভাপতি সৈয়দ মেজবাহ উদ্দিন বখতিয়ার।
এসময় প্রধান অতিথি সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলায় প্রস্তাবিত সোনাঝুরি পর্যটন কেন্দ্র দ্রুত বাস্তবায়ন ও একটি স্থলবন্দর তৈরি লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।


আলোচনা শেষে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব (মেরিটাইম এ্যাফেয়ার্স ইউনিট) রিয়াল এ্যাডমিরাল (অবঃ) খোরশেদ আলম। উদ্বোধনী খেলায় শেরপুর রাইজিং ক্লাব ৫-০ গোলে ভায়াডাঙ্গা এফ.সি ক্লাবকে পরাজিত করে। এসময় কয়েক হাজার দর্শক খেলা উপভোগ করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend