শ্রীবরদীতে পেয়াঁজ উৎপাদন বিষয়ক মাঠ দিবস
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে প্রান্তিক কৃষকদের নিয়ে পেয়াঁজ উৎপাদন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। “কৃষিই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বিকালে সদর ইউনিয়নের নয়ানী শ্রীবরদী গ্রামের কৃষক আতিক মিয়ার বাড়িতে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবি/২০১৭-১৮ মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শণীর ফসল ‘পেঁয়াজ’ মাঠ দিবস অনুষ্ঠানে শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ্ নাজমুল হাসান ফসলের বিভিন্ন বালাই ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। উপ-সহকারি কৃষি অফিসার আব্দুর রউফ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারি কৃষি অফিসার গোলাম মোস্তফা ও উপ-সহকারি রৌশনারা বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক করিম মিয়া ও ইসমাইল হোসেন প্রমূখ।
উল্লেখ্য নয়ানী শ্রীবরদী গ্রামের ৫ জন কৃষকের মাঝে প্রত্যেক কৃষককে ৫০ শতাংশ করে ১ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের প্রদর্শণী দেওয়া হয়। এ প্রদর্শণীর মাধ্যমে কাঙ্খিত ফলন হয়েছে।