শ্রীবরদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের হানা: সটকে পড়ল হোটেল ব্যবসায়ীরা
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হোটেল ব্যবসায়ী’র কাছ থেকে জরিমানা আদায় করা হয়। সোমবার বিকাল ৩ টায় নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট ও উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারী কলেজ রোড অবস্থিত ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারকে মিষ্টির কার্টুনে অতিরিক্ত সিরা রাখার দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের খবর ছড়িয়ে পড়লে পৌর শহরের অন্যান্য হোটেল ব্যবসায়ীরা দোকানে তালা দিয়ে সটকে পড়ে। এসময় বিভিন্ন ফল ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেন যেন খেজুর ঢেকে রেখে বিক্রি করা হয় ও কোন মেডিসিন না মেশানো হয়। এছাড়াও রাস্তার ধারে অবৈধভাবে দোকান বন্ধ করার নির্দেশ দেন।