শ্রীবরদীতে ১৪ জুলাই শনিবার ২৪০টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে

স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে জাতীয় ভিটামিন এ প্লাস কম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৪ জুলাই শনিবার শ্রীবরদী উপজেলায় মোট ৩৭ হাজার ৭শ ৭১ জন শিশুকে ভিটামিন “এ প্লাস” ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার দুপুরে উপজেলা সদর হাসপাতালের সভাকক্ষে ভিটামিন “এ প্লাস” ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব তথ্য জানান আরএমও ডা. আনিছুর রহমান।

আগামী ১৪ জুলাই শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এতে ৬-১১ মাস বয়সী ৪ হাজার ২শ ৭৪ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৩৩ হাজার ৪শ ৯৭জনকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলায় স্থাপিত ২শ ৪০ টি কেন্দ্রে ক্যাম্পেইন সফল করতে ৪শ ৮২ জন স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবকরা কাজ করবেন। এ সময় উপস্থিত ছিলেন হেলথ ইন্সপেক্টর মোজাম্মেল হক, সবুজ মিয়া, এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার জনপল স্কু সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend