শ্রীবরদীতে বালু মহলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি মেশিন ধ্বংস
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে অবৈধ বালু মহলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এবিএম এহসানুল হক মামুনের নেতৃত্বে ১৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালিজুরি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৫টি সেলো মেশিন ও পাইপ পুড়িয়ে দেওয়া হয় এবং বালু জব্দ করে নিলামে বিক্রয় করা হয়।
জানা যায়, দীর্ঘ দিন থেকে সীমান্তবর্তী বালিজুরি এলাকায় অবস্থিত পাহাড়ী নদী স্বোমেশ্বরীতে স্থানীয় বালু দস্যুরা অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এবিএম এহসানুল হক মামুনের নেতৃত্বে ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধর, সহকারী কমিশনার ভূমি ফারুক আল মাসুদ সংগীয় ফোর্স নিয়ে বালু মহলে অভিযান চালিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ পুড়িয়ে দেয় এবং অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ করে নিলামে বিক্রয় করা হয়।