বেতন- বোনাস পায়নি উপজেলা পরিষদের কর্মচারীগণ; ঈদের আনন্দ নেই ১৮শ পরিবারে
স্টাফ রিপোর্ট:
বেতন ও উৎসবভাতা না পাওয়ায় সারা দেশের উপজেলা পরিষদে কর্মরত প্রায় ১৮শ কর্মচারীর এবারের ঈদ কাটবে নিরানন্দে। সরকার ১৬ জুলাইয়ের মধ্যে সকল কর্মচারীদের আগস্ট মাসের বেতন সহ উৎসব ভাতা দেয়ার নির্দেশনা দিলেও বরাদ্দ ও আইবাস+++ জটিলতায় পরিষদের কর্মচারীরা ঈদের ছুটির আগে শেষ কর্ম দিবসেও জুলাই ও আগস্ট মাসের বেতন ভাতা ও ঈদ উল আযহার উৎসব ভাতা উত্তোলন করতে পারেনি।
জানা গেছে, সারা বাংলাদেশে উপজেলা পরিষদ রয়েছে প্রায় ৪৮৯ টি। প্রতিটি পরিষদে ১ জন সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ১ জন গাড়ী চালক ও ২ জন করে অফিস সহায়ক পদে কর্মরত রয়েছে।বাংলাদেশ উপজেলা পরিষদ এমপ্লোয়িজ এসোসিয়েশনের ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি সিপন কুমার সরকার জানান, উপজেলা পরিষদে রাজস্ব খাতে সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও গাড়ী চালক নিয়োগ দেয়া হয়। আইনানুযায়ী কোন নবসৃষ্ট পদ পর পর ৩ বছর সংরক্ষিত রাখার পর তা স্থায়ী করে নেয়া হয়। কিন্তু আমাদের পদ সৃষ্টির ৬ বছর পার হলেও এখনও স্থায়ীকরণ করা হয়নি। ফলশ্রুতিতে আমাদের যাবতীয় বেতন ভাতাদির ব্যয় সাহায্য মঞ্জরী খাত থেকে নির্বাহ করা হয়। এ কারণে বছরে ৪ কিস্তিতে আমাদের বেতন ভাতাদি বাবদ অর্থ বরাদ্দ দেয় স্থানীয় সরকার বিভাগ। ২০১৮-১৯ অর্থ বছরের বেতন ভাতার বরাদ্দ ছাড় করা হয় ১৯ আগস্ট সন্ধায়। ২০ আগস্ট ছিল ঈদ উল আযহার ছুটির আগে শেষ কর্মদিবস। কিন্তু ২০ আগস্ট সবাই বিল ভাতা নিয়ে ট্রেজারি অফিসে জমা দিলেও আইবাস+++ এ বরাদ্দ এন্ট্রি না দেয়ায় উপজেলা পরিষদের প্রায় ১৮শ কর্মচারী জুলাই ও আগস্ট মাসের বেতন ভাতা উত্তোলন করতে পারেনি। তিনি আরো বলেন, রাজস্বখাতের কর্মচারী হলেও আমাদের সাথে বিমাতাসূলভ আচরণ করা হচ্ছে। তিনি বলেন, সঠিক সময়ে আমাদের পদ স্থায়ী করে অন্যান্য রাজস্ব কর্মচারীর ন্যায় আমাদের বেতন ভাতার স্থায়ী কোড দেয়া হলে আজ এতোগুলো মানুষের মুখ মলিন থাকতো না। এই ঈদে আমাদের শিশুরা পুরাতন কাপড়ে ঈদ কাটাতে হতো না। কুরবানী দেয়া থেকে বঞ্চিত হতাম না আমরা। শ্রীবরদী উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর কামরুজ্জামান এ প্রতিনিধিকে জানান, আজ অনেক আশা নিয়ে অফিসে গিয়েছিলাম। ভেবেছিলাম বেতন বোনাস পাব। কিন্তু আজও নিরাশ হয়ে ফিরতে হলো। তিনি বলেন, এক দেশে দুই নিয়ম চলছে। যেখানে সরকার ১৬ আগস্টের মধ্যে আগস্ট মাসের বেতন ভাতা পরিশোধ করার নির্দেশনা দিয়েছে সেখানে আগস্ট মাস তো দূরে জুলাই মাসের বেতন ভাতা ও উৎসব ভাতাই পেলাম না। তিনি এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।