শ্রীবরদীতে ই-নামজারী ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন
স্টাফ রিপোর্টার:
“চালু হলো ই-নামজারী, টাউট দালালের মাথায় বাড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীবরদীতে ৪ দিন ব্যাপী ই-নামজারী ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে ই-নামজারী ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
সহকারী কমিশনার ভূমি ফারুক-আল মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন। ভূমি অফিসে আগত সেবাগ্রহীতাদের দ্রুত সেবা দানের লক্ষ্যে উপ-সহকারী ভূমি কর্মকর্তাদের মাঝে এই প্রশিক্ষণ শুরু হয়েছে। এসময় প্রশিক্ষণার্থী হিসাবে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।