শ্রীবরদীতে ওয়াশ ও শিশু বিবাহের প্রভাব বিষয়ক কর্মশালা
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে ওয়াশ ও শিশু বিবাহের প্রভাব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুম সেমেশ্বরীতে এই বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। শিশু বিবাহের ফলে মেয়েরা সু-শিক্ষিত হতে পারে না, অল্প বয়সে গর্ভধারণ করে অনেক মেয়েরই মৃত্যু হয়, অপ্রাপ্ত বয়স্ক মা প্রতিবন্ধী শিশু জন্মদান করতে পারে ও সু-নাগরিক হয়ে গড়ে উঠতে পারে না।
কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের অর্থায়নে জনগণকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এইসিএম প্রজেক্ট কো-অর্ডিনেটর নিরংকুশ চিরানের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, শিক্ষা অফিসার অরুণা রায়, জুনিয়র প্রোগ্রাম অফিসার ছন্দা হাউই, প্রকল্প ইঞ্জিনিয়ার জোতিন মূর্ম, এসসিআরডিএফ প্রকল্পের মাঠ কর্তকর্তা বিকাশ ঘাঘ্রা, স্থানীয় জনপ্রশাসন, আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন বেসরকারী অঙ্গপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ প্রমুখ।