শ্রীবরদীতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায়ন প্রজেক্টের উপজেলা কৃষি পণ্য এসোসিয়েশন কমিটি গঠন
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে ক্ষমতায়ন প্রজেক্টের অধীনে নির্বাচনের মাধ্যমে উপজেলা কৃষি পণ্য এসোসিয়েশন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিস সম্মেলন কক্ষে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
ইউরিপিয়নের অর্থায়নে ও আরডিএস-এর সহযোগিতায় কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ পর্যায়ে কৃষকদের সহায়তা প্রদানে ক্ষমতায়ন প্রজেক্টের উপজেলা কৃষি পণ্য এসোসিয়েশন কমিটি গঠন করা হয়। কমিটি গঠনে নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নাজমুল হাছান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়কারী শহীদুল ইসলা, আরডিএস প্রোগ্রাম ম্যানেজার শামীম আজাদ, সহকারী কৃষি অফিসার গোলাম মোস্তফা, এসএপিপিও সাইফুল ইসলাম প্রমুখ।
উপজেলার সিংগাবরুনা, রানিশিমুল, তাতিহাটি, শ্রীবরদী সদর, গোশাইপুর ও কুড়িকাহনিয়া ইউনিয়ের মোট ৪২টি সমিতির ৩৬ জন করে সদস্য সর্বমোট ১৫১২ জন ভোটার রয়েছেন। নির্বাচনের মাধ্যমে কমিটিতে মো. মাহবুবুল হাসান দুলাল সভাপতি (৬৫৪ ভোট), সেফতি সাংমা মহিলা সহ-সভাপতি, মো. আব্দুর রহমান সহ-সভাপতি, মো. রফিকুল ইসলাম সাধারন সম্পাদক (৭০৪ ভোট), মো. হোসেন মিয়া সহ-সাধারন সম্পাদক, মো. সিরাজুল ইসলাম কোষাধক্ষ্য (৭৩৩ ভোট), অনেষ রাংসা সাংগঠনিক সম্পাদক, মো. জহির রায়হান দপ্তর সম্পাদক ও মো. আলম মিয়া, মোছা. রোকেয়া খাতুন, মিন্টু ¤্রং নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়।