শ্রীবরদীতে মঞ্চ নাটক ও বাউল সংগীতের মাধ্যমে বাল্য বিবাহের কুফল বিষয়ক সচেতনতা
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে মঞ্চ নাটক ও বাউল সংগীতের মাধ্যমে বাল্য বিবাহের প্রভাব নিয়ে সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার দুপুরে মাটিফাটা জিএম উচ্চ বিদ্যালয়ের মাঠে এই আয়োজন করা হয়।
শিশু বিবাহের ফলে মেয়েরা সু-শিক্ষিত হতে পারে না, অল্প বয়সে গর্ভধারণ করে অনেক মেয়েরই মৃত্যু হয়, অপ্রাপ্ত বয়স্ক মা প্রতিবন্ধী শিশু জন্মদান করতে পারে ও সু-নাগরিক হয়ে গড়ে উঠতে পারে না এবং পরিস্কার পরিচ্ছন না থাকলে বিভিন্ন রোগবালাই আক্রমণ করতে পারে এবিষয়ে নালিতাবাড়ীর তারা বাউল দল তাদের মঞ্চ নাটক ও বাউল গান পরিবেশন করেন।
কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের অর্থায়নে মাটিফাটা জিএম উচ্চ বিদ্যালয় এবং কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক মঞ্চ নাটক ও বাউল সংগীতের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা উইন্স ফ্যাসিলেটর রতন মানখিন, এসসিআরডিএফ পকল্পের মাঠ কর্তকর্তা বিকাশ ঘাঘ্রা, মাটিফাটা জিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন, কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, অন্যান্যা শিক্ষকবৃন্দ প্রমুখ।